স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মী সহ অন্যান্য কর্মীদের পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ পক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে। আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। এদিন রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় আগরতলার শিশু বিহার স্কুলে সদর সাব ডিভিশন –র অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
ভোট কর্মী, পুলিশ, টি এস আর জওয়ান, গারি চালকরা এই পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এই কেন্দ্রে ৭০০ উপর কর্মী ভোট দান করবে বলে জানান ভোটের কাজে নিযুক্ত আধিকারিক। এদিন স্বচিত্র পরিচয় পত্র নিয়ে পোষ্টালের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাড়ান ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মী , আরক্ষা কর্মী, টি এস আর জওয়ান এবং গাড়ির চালকেরা। সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভার জন্য পৃথক পৃথক কক্ষে ভোট নেওয়া হয়।