স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : পাঁচ বছরের বিজেপি এবং আই পি এফ টি জোট সরকারকে অপশাসন নিয়ে কাঠগড়ায় দাঁড় করালেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনীত। বুধবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় বিরোধীরা আক্রান্ত।
কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ত্রিপুরায় বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের দোষ গুণ নিয়ে কোন আওয়াজ তুলতে পারছে না। সরকার বিরুদ্ধে আওয়াজ তুললেই আক্রান্ত হতে হচ্ছে বিরোধী দলের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে বিধায়ককে আক্রান্ত হতে হচ্ছে, পুলিশ কাষ্ঠধিতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে। দেশের মধ্যে অন্য কোন রাজ্যে এ ধরনের রাজনৈতিক হিংসায় রক্ত ঝরে না। এবং গত আড়াই বছরে ত্রিপুরায় চার শতাধিক ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। আর এগুলি নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর চাইতে বেশি কি আশা করা যায়। এবং যার দরুণ বর্তমানে ত্রিপুরা নরেন্দ্র মোদির সরকারের তথ্য অনুযায়ী রাজনৈতিক হিংসায় শীর্ষস্থানে রয়েছে। শুধু সন্ত্রাস নয় এ রাজ্যে বেকাররা কর্মসংস্থানের অভাবে ভুগছে। ত্রিপুরায় গণতন্ত্রকে এই বিজেপি সরকার ধ্বংস করে দিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা অভাবনীয়। এর জবাব রাজ্যের মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে অক্ষরে অক্ষরে জবাব দেবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।