স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : বুধবার এয়ারপোর্ট থানার অন্তর্গত অলঙ্গ নগর এলাকায় হিন্দুস্তান রাবার ফ্যাক্টরির মধ্যে কাজ করার সময় মেশিনের মধ্যে হাত ঢুকে গুরুতর আহত হয় জেমস দেববর্মা নামে এক যুবক। পরে অন্যান্য কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জেমস দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জেমস দেববর্মা। জানা যায় সে সিপাহীজলা সুতারমুড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবত অলঙ্গ নগর এলাকায় হিন্দুস্তান রাবার ফ্যাক্টরির মধ্যে কাজ করতেন। বুধবার সকালে মেশিনে কাজ করার সময় রাবার মেশিনের মধ্যে হঠাৎ হাত চলে যায় জেমস দেববর্মার। এতেই তার ডান হাতটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। পরে তার পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে এসে জেমস দেববর্মাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। তবে প্রশ্ন উঠতে শুরু করছে ফ্যাক্টরি কর্ণধার কিভাবে কোনরকম সুরক্ষার ব্যবস্থা না করে শ্রমিকদের দ্বারা এভাবে কাজ করায়। বিশেষ করে শ্রম দপ্তরের কোন তৎপরতা নেই বলা চলে। প্রতিদিন হাজার হাজার শ্রমিক যেভাবে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে। তাদের সুরক্ষা সম্পর্কে সচেতন করতেও দেখা মেলা জনগণের অর্থ দ্বারা প্রতিমাসে মোটা অংকের বেতন পাওয়া শ্রম দপ্তরের কর্মচারীদের। এবং কয়েকদিন পরপর শ্রমিক পঙ্গু বা প্রাণহানির ঘটনা সংঘটিত হয়। কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ধরনের কঠোর ব্যবস্থা নিতে দেখা যায় না বলা যায়।