স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : হাতে আর মাত্র দশ দিন সময়। তারপর প্রচার পর্ব শেষ। তারই মধ্যে সবকটি রাজনৈতিক দল প্রচারে ঝড়ো গতিতে মাঠে নেমেছে। শুক্রবার গোটা রাজ্যে ছিল বিজেপির ব্যাপক সভা সমাবেশ।
সবকটি সভায় ছিল যেন চাঁদের হাট। মনোনীত প্রার্থীদের নিয়ে এদিন তারকারা ব্যাপক প্রচারে নামেন। ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রতন চক্রবর্তীর প্রচারে বিজয় সংকল্প রেলিতে অংশ নেন চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন রোড শো যত এগিয়েছে ততই নেমেছে জনঢল। এর মধ্যে বহু মানুষ ছিল মহাগুরু মিঠুনকে দেখার জন্য। মিঠুন চক্রবর্তীকে দেখতে অনেকে ছিল আপ্লুত। অলি গলি থেকে বের হয়ে এসেছিল পুলো বুড়ো সকলে। কেউ কেউ গাড়ি জানালার দিয়ে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান। যা এক প্রকার ভাবে জনসমুদ্র তৈরি করেছিল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। এবং রাস্তা দুপাশ থেকে মানুষ মিঠুন চক্রবর্তীকে দুহাত নেড়ে স্বাগত জানান। চলে পুষ্প বৃষ্টি।