Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদজেল থেকে ছাড়া পেলেন ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি

জেল থেকে ছাড়া পেলেন ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ ফেব্রুয়ারি: কারাদণ্ডাদেশ নিয়ে অনশনে বসার দুইদিন পর জামিনে জেল থেকে ছাড়া পেলেন অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। শুক্রবার তাকে সমর্থকদের জড়িয়ে ধরতে এবং গাড়িতে করে তেহরানের কুখ্যাত এভিন কারাগার এলাকা ছাড়তে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।৬২ বছর বয়স পানাহিকে গত বছরের জুলাইতে গ্রেপ্তার করা হয়েছিল। কর্তৃপক্ষের সমালোচনা করা দুই চলচ্চিত্র নির্মাতার আটকাদেশের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।ওই মাসের শুরুতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা আল-ই আহমেদ ও মোহাম্মদ রাসুলফকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। রাসুলফের মামলার বিষয়ে প্রসিকিউটরের অফিসে খোঁজ নিতে গেলে পানাহিকে গ্রেপ্তার করা হয় সেসময় বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছিল।

রাসুলফ ও মোস্তফা মে-তে আবাদন শহরে একটি ১০তলা ভবন ধসে পড়ে ৪০ জন নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে ‘অশান্তি উস্কে দেওয়া এবং সমাজের মানসিক নিরাপত্তা ব্যাহত করার’ অভিযোগ আনা হয়েছিল, জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।এ দুইজনের গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েই গ্রেপ্তার হন পানাহি।তার স্ত্রী তাহেরা সাঈদী বিবিসিকে বলেন, পানাহিকে দীর্ঘসময় কারাগারে কাটাতে হবে বলে তাকে জানানো হয়েছিল।স্বামীর গ্রেপ্তারের ঘটনাকে ‘অপহরণ’ বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পানাহি অসংখ্য পুরস্কার জিতেছেন। ২০১৫ সালে ট্যাক্সির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার ‘সোনালী ভল্লুক’ জিতেছিলেন তিনি।২০১৮ সালে তার ‘থ্রি ফেইসেস’ কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে।তার জেল থেকে ছাড়া পাওয়ায় ‘বিরাট স্বস্তি’ প্রকাশ করেছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো।“ইরান ও বিশ্বজুড়ে যারাই সহিংসতা ও নিপীড়নের শিকার হোক না কেন, আমরা এসব ভুলবো না। কান চলচ্চিত্র উৎসব সবসময়ই সারা বিশ্বের শিল্পীদের স্বাধীনতা রক্ষায় তাদের পাশে থাকবে,” প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য