Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবামগ্রেস জোট ত্রিপুরাবাসীকে রসগোল্লা ছাড়া আর কিছুই দিতে পারবে না : হিমন্ত...

বামগ্রেস জোট ত্রিপুরাবাসীকে রসগোল্লা ছাড়া আর কিছুই দিতে পারবে না : হিমন্ত বিশ্ব শর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল বিজেপি। এর মধ্যে তারকা প্রচারকদের দিয়ে বিজেপি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। শুক্রবার ২৯  কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রর বিজেপি দলের  মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় চাকমাঘাট ব্রিজ সংলগ্ন মাঠে। এই সমাবেশের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথশর্মা, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী রায় সহ প্রমুখ’রা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন পূর্বে  ত্রিপুরা শুধু লালে লাল ছিল। কিন্তু বর্তমানে বদলেছে সময়। বদলেছে রাজ্যের রাজনৈতিক অবস্থা। বর্তমানে সেই লালেদের অস্তিত্ব অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বাম কংগ্রেসের জোটের প্রসঙ্গ টেনে বলেন কংগ্রেস একটা রসগোল্লার মতো বড় গোল এবং সিপিআইএম-ও ঠিক তেমনি আরেকটি রসগোল্লার মতো  গোল। ফলে এই বামগ্রেস জোট এই ত্রিপুরার মানুষকে গোল ছাড়া আর কিছুই দিতে পারবে না। বিজয় সংকল্প সমাবেশে ২৯ কৃষ্ণপুর জনজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপজাতি অংশের জনগণের উপস্থিতি তেমন ভাবে চোখে পড়েনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য