Thursday, January 16, 2025
বাড়িরাজ্যনিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য কংগ্রেস ও সিপিআইএম জোট হয়েছে : জেপি...

নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য কংগ্রেস ও সিপিআইএম জোট হয়েছে : জেপি নাড্ডা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : জয়ের প্রত্যাশা নিয়ে বিজেপির ভোট প্রচারে ঝড় তুলতে শুক্রবার রাজ্য সফরে আসেন বিজেপি’র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি অমরপুর ও কুমারঘাটে বিজেপির বিজয় সংকল্প জনসভায় অংশগ্রহণ করেন। এইদিন রাজ্যে আসার পর প্রথমে তিনি চলে যান অমরপুরে। অমরপুরের চণ্ডীবাড়ি মাঠে অমরপুর,করবুক ও অম্পি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা।

 সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির নির্বাচনী প্রভারি মহেন্দ্র সিং, অমরপুর,করবুক ও অম্পি কেন্দ্রের বিজেপির তিন প্রার্থী সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজয় সংকল্প জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা বলনে আগে কেন্দ্র থেকে ১ টাকা প্রদান করা হলে মানুষের কাছে পৌঁছাতো ১৫ পয়সা, মাঝ রাস্তায় ৮৫ পয়সা গায়েব হয়ে যেত। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ৩ শতাধিক প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ২৫ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে দেশের জনগণের কাছে পৌঁছে গেছে। একটা সময় ইংরেজরা ভারতকে শাসন করেছিল। বর্তমানে ভারত অর্থনীতির দিক থেকে ব্রিটিশদের পিছনে ফেলে পঞ্চম স্থানে চলে এসেছে। কংগ্রেস ও সিপিআইএম-এর জোট নিয়ে কটাক্ষ করে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা বলেন এই জোট নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আর বিজেপি লড়াই করছে ত্রিপুরা রাজ্যকে দেশের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ৫ বছর পূর্বে রাজ্যে রাজনৈতিক হত্যার ঘটনা ঘটত। বিরোধী দলের কর্মী সমর্থকদের হত্যা করা হত। বর্তমানে এই ধরনের ঘটনা ঘটে না। বিরোধী দলের কার্যকরতাদের রক্ষা করা বিজেপির দায়িত্ব বলে দাবি করেন তিনি। কংগ্রেস দলেরও তীব্র সমালোচনা করেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির বিজয় সংকল্প জনসভায় এইদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য