স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : বিজেপি হটাতে আসন সমঝোতার মাধ্যমে লড়াইয়ের ময়দানে নেমেছে বামফ্রন্ট কংগ্রেস। বামফ্রন্ট ৪৬ টি, কংগ্রেস ১৩ টি এবং বামফ্রন্ট সমর্থিত একটি নির্দল প্রার্থী সমঝোতার ভিত্তিতে লড়াই করছে। শুক্রবার বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। কৃষ্ণনগর স্থিত পিসিসি সভাপতি বিরজিৎ সিনহার বাসভবনে হয় এই বৈঠক।
মূলত উভয় দলের কর্মীরা কিভাবে প্রচার তেজী আনতে পারেন সেই লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রচারের কর্মসূচী স্থির করতে একসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বৈঠক। সমঝোতার ভিত্তিতে কিভাবে এই প্রচারকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা গ্রহণ করতে বৈঠক বলে জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ৯ ফেব্রুয়ারী থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে প্রচারের জন্য আসা শুরু করবে। ত্রিপুরাতে জানান ত্রিপুরা থেকে জঙ্গল রাজ রুখতে চাইছে। অন্যদিকে পিসিসি সভাপতি জানান জনগণের স্বার্থে এই সমঝোতা করা হয়েছে। রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য সমস্ত প্রচেষ্টা থাকবে। দুই দলের কর্মী ও নেতারা এক সঙ্গে প্রচারে নেমেছেন। দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে জানান এক নৌকায় সওয়ারী হয়েছেন। বর্তমানে নৌকাটি গভীর জলে রয়েছে। তাই এই নৌকাকে যারা ডুবাতে চায় তাদের মৃত্যুও নিশ্চিত। এই নৌকাকে নিয়ে গন্তব্যে পৌছানোর জন্য আহ্বান জানান পিসিসি সভাপতি। এদিনের বৈঠকে তিপ্রা মথার সঙ্গে জোটের বিষয়টি এড়িয়ে যান দুই দলের শীর্ষ নেতৃত্ব।