স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : মতিনগর মোহাম্মদ মতি মিয়ার বাড়িতে এলাকাবাসীর হাতে আটক ছয়জন রোহিঙ্গা। তুলে দেওয়া হয় রায়মুড়া বি এস এফ জওয়ানের হাতে। বিগত চারদিন যাবৎ মতিনগর ফুলতলী পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড মোঃ মতি মিয়ার বাড়িতে ছয়জন রোহিঙ্গা বসবাস করছে বলে খবর পায়।
বুধবার সকালে সাড়ে দশটা নাগাদ সিপাহীজলা জেলা মাইনরিটি মোর্চার সভাপতি ও এলাকাবাসী খবর দেয় রায়মুড়া ক্যাম্পে। খবর পেয়ে বি এস এফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের আটক করে আমতলী থানায় নিয়ে যায়। ঘটনার আচ পেয়ে বাড়ির মালিক মোঃ মতি মিয়া সহ পরিবারের সকলে পালিয়ে যায়। নির্বাচনের প্রাক মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা দেখা দেয়। তবে নির্বাচনের আগে যেভাবে রাজ্যে বাংলাদেশিদের আনাগোনা বাড়ছে তাতে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদি কঠোর নজরদারি থাকতো তাহলে ভারতে এভাবে বেআইনিভাবে প্রবেশ করতে পারে না। এর সাথে কারা জড়িত তা নিয়ে বারংবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ। মূল মাস্টার মাইন্ডের জালে তুলতে না পারলে রোহিঙ্গাদের আনাগোনা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।