স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ নিয়ে প্রতিদিন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের শরণাপন্ন হয়ে জুতো ছিঁড়ছে বিজেপি নেতারা। অভিযোগ বিরোধীরা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। সোমবার একইভাবে পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক কিরণ গিত্যের সাথে দেখা করে নিজেদের অভিযোগ তুলে ধরেন মন্ত্রী রতন লাল নাথ, ডাক্তার অশোক সিনহা, বলাই গোস্বামী, সুনিত সরকার সহ একটা প্রতিনিধি দল।
পরে মন্ত্রী রতন লাল নাথ জানান, বিরোধী দলের জমিতে পা রাখার জায়গা নেই। তাই তাদের জমিতে দেখা মিলছে না। কিছু কিছু জায়গায় দেখা গেলেও এখন রাজ্যে বিরোধী নেই বলা চলে। কিন্তু তারপরও তারা মিথ্যা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে প্রতিনিয়ত করে চলেছে। গত ১৮ জানুয়ারি বেআইনিভাবে জিরানিয়া মহকুমায় প্রবেশ করে একটি বিজেপি অফিস দখল করতে যায়। এতে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। এগুলি সহ্য করা হবে না এবং রাজ্যবাসীর গ্রহণ করবে না বলে জানান শ্রী নাথ।