Monday, May 26, 2025
বাড়িরাজ্যউপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ এস টি জি টি

উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ এস টি জি টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি :  নির্বাচন ঘোষণা হয়ে গেলেও দিশেহারা বেকার মহল। আবারো এস টি জি টি পরীক্ষার্থী সকলকে একসঙ্গে নিয়োগের দাবি নিয়ে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছেন পরীক্ষার্থীরা। ২৩০ টি পদের জন্য নোটিফিকেশন জারি করে সরকার। কিন্তু মামলা হওয়ার গোটা পক্রিয়াটি আটক যায়। এক মাসের অধিক সময় হয়ে গেছে মামলা নিস্পত্তির।

এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন পদের সংখ্যা বাড়িয়ে উত্তীর্ণদের নিয়োগ করার। তার পরিপ্রেক্ষতিতেই দফায় দফায় শিক্ষা মন্ত্রী, তথ্য , সংস্কৃতি মন্ত্রী এবং অর্থ মন্ত্রীর বাড়িতে যান এস টি জি টি উত্তীর্ণরা। তাদের কাছ থেকে সদুত্তর পেয়েই বেকারেরা আশ্বস্ত হয়েছিল বলে দাবী করেন। কিন্তু দিন যত গড়িয়েছে তাদের ধারনা পাল্টেছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার বাড়িতে যায় এস টি জি টি বেকারেরা। সেখানে উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বেড়িয়ে এসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তোলেন তারা। ১০৮১-র জন্য ফাইল পাঠানোর কথা বললেও তা করা হয়নি বলে অভিযোগ জানান বেকারেরা। এই ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেন বেকারেরা। আগামী দিনে জারাই ক্ষমতায় আসবেন তাদের স্বার্থ যাতে দেখেন তার দাবী জানান এস টি জি টি বেকারেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!