স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : নতুন ভোটারদের আকৃষ্ট করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন ভোটারদের সাথে এক মত বিনিময় সভা হয়।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নতুন ভোটারদের বক্তব্য শুনেন। নতুন ভোটারদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেয়েদের গানের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। তিনি বলেন মেয়েদের নিরাপত্তার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর জন্য রাস্তার বিভিন্ন প্রান্তে অতিরিক্ত ক্যামেরাও বসানো হয়েছে। সরকার চাইছে মহিলারা যাতে সামনের দিকে এগিয়ে আসতে পারে। নতুন ভোটারদের অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। কারণ আগামী দিনে আঙ্গুলের একটি টিপেই নির্ভর করবে রাজ্যের ভবিষ্যৎ। এদিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, শম্পা চৌধুরী সহ অন্যান্যরা।