স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : কোথাও কোথাও ব্যতিক্রমের অভিযোগও রয়েছে। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে নষ্ট করে দিচ্ছে শাসন দলের প্রচার সজ্জা। প্রতিবাদে নেমে দিশেহারা হয়ে রাস্তা রুখে বসছে রাষ্ট্রবাদী দলের কর্মীরা। হেনস্তা করছে পথচারীদের। উল্লেখ্য, সোমবার রাতে অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করায় মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় রাষ্ট্রবাদী দলের কর্মী সমর্থকরা। ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাদের অভিযোগের নিশানা বিরোধী দলের দিকে। ঘটনায় সৃষ্টি হয় ব্যাপক চঞ্চল্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় পুলিশ ও টি এস আর বাহিনী। অভিযোগ সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে শাসক দল বিজেপি’র প্রচার সজ্জা রাতের অন্ধকারে নষ্ট করায় গ্রামের মূল সড়ক বন্ধ করে পথ অবরোধ করে শাসক দলের কর্মীরা। পথ অবরোধের ফলে রাস্তার দুই পাশেই আটকে পড়ে বহু গাড়ি। ঘটনায় খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে গেলে বিজেপি কর্মীরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানায়। এদিন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দিলীপ দাস, ৫২-চন্ডীপুর মন্ডলের এস.সি মোর্চার সভাপতি দুলাল দাস, বিজেপি নেতা মনোজ কৈরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালীন উপ প্রধান দিলীপ দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সোজাসুজি সি পি আই এম এবং কংগ্রেস দলের পক্ষ থেকেই প্রচার সজ্জা নষ্ট করেছে বলে অভিযোগ। শান্ত পরিস্থিতিকে অশান্ত করতেই বিরোধী দলের পক্ষ থেকে এমন কাজ করা হচ্ছে বলে জানান। ভোরবেলা দলীয় কার্যকর্তারা রাস্তায় বের হবার পর প্রচারসজ্জা ছেড়া দেখে কৈলাসহর থানায় খবর দেয়। পুলিশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয় তাহলে পুনরায় বৃহত্তর আন্দোলনের নামবে। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক আশ্বস্ত করে অভিযুক্তদের তদন্ত চলছে। যারা এ ধরনের ঘটনা করেছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।