স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : মঙ্গলবার রাজধানীর শহরতলি বোধজংনগর রাজারবান এলাকা থেকে উদ্ধার যুবকের রহস্যজনক মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরের নাগাদ এলাকাবাসী দেখতে পায় জলাশয়ের পাশে রাকেশ দাসের মৃতদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে ছুটে আসে বোধজংনগর থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে মর্গে পাঠায়। রাকেশ দাসের পিতার নাম রামু দাস। এলাকায় বাড়ি রাকেশ দাসের। বয়স ২৫ বছর। পুলিশের ধারণা ময়না তদন্তের পর স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে রাকেশের। এলাকাবাসীর অভিযোগ খুন হয়েছে রাকেশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।