স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : রহস্যজনক মৃত্যু বহির্রাজ্যের শ্রমিকের। ঘটনা চাম্পাহাওর থানাধীন সুখিয়া বাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম ভানু লোহার। বয়স ৫০ বছর। তার বাড়ি বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ রাজ্যে। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার ঠিকাদারি কোম্পানির শ্রমিক ছিল সে।
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ শুখিয়া বাড়ির এলাকাবাসী খোয়াই কমলপুর সড়কের পাশে মৃতদেহ দেখতে পায়। সাথে সাথে খবর দেয় চাম্পাহাওর থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় প্রাথমিক ধারণা বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পাশ থেকে টি আর ০১ টি ৪৮৮২ নম্বরের একটি বাইক উদ্ধার হয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর স্পষ্ট হবে খুন নাকি দুর্ঘটনা। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।