স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জানুয়ারি : বিজেপি করায় পিতাকে খুন করলো পাষন্ড পুত্র ও পুত্রবধূ। অভিযোগ মধুপুর কেনানিয়া পালপাড়ায়। জানা যায় মধুপুর কেনানিয়া পালপাড়া এলাকার প্রদীপ ভক্তের উপর দীর্ঘদিন যাবত বিজেপি করার অপরাধে ছেলে অপু ভক্ত ও পুত্রবধূ মিনা ভক্ত অত্যাচার করতেন। রবিবার রাতেও প্রদীপ ভক্তকে খুন করে বাড়ির রান্না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধুপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। বিজেপি করা প্রতিদিন ঘরে এসে বড় ছেলে মারধর করত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো গত তিন মাস ধরে এভাবে চলতে থাকলেও শাসক দলের কোন নেতা কর্মী আসেনি বিষয়টি প্রতিবাদ করতে। দিন দিন বাড়তে থাকে ৪৮ বছর বয়সী ব্যক্তির উপর পাষণ্ড পুত্রের অত্যাচার। গত তিন চার দিন ধরে অভিযুক্ত ছেলে ঘরে ফিরে পিতার খাবারে থালা লাথি দিয়ে ফেলে দিত বলে অভিযোগ। আরো অভিযোগ মকর সংক্রান্তির দিনে রাতের বেলা বাড়ি ফিরে পিতাকে মারধর করে অভিযুক্ত পুত্র। শেষ পর্যন্ত খুন করে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ-পরিজনদের। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে ময়না তদন্তে স্পষ্ট হবে খুন নাকি আত্মহত্যা।