Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যই এস আই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী

ই এস আই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : দীর্ঘ জল্পনার পর রবিবার রাজধানীর বোধজংনগর এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ই এস আই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভুপেন্দ্র যাদব ভার্চুয়ালি ই এস আই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষ্যে এইদিন শ্যামা প্রসাদ মুখার্জী সরণিস্থিত সরকারী আবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পোষ সংক্রান্তির দিনটি একটি শুভ দিন। এইদিনে বোধজংনগর এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ই এস আই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এই হাসপাতাল নির্মাণের জন্য বিনামূল্যে ৫ একর জায়গা প্রদান করা হয়েছে। অত্যাধুনিক ভাবে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে সেখানে। নথিভুক্ত ১৩০০ কর্মীর পাশাপাশি শ্রমিকরা এই হাসপাতাল থেকে পরিষেবা পাবে। এই হাসপাতাল নির্মাণে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে। তিন বছরের মধ্যে এই হাসপাতাল নির্মাণ করা হবে। এইটা একটা আনন্দের বিষয়। বর্তমানে সব দিক দিয়ে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।মুখ্যমন্ত্রী এইদিন আরও জানান ই.এস.আই-র বিষয়ে রাজ্যের মানুষকে সচেতন করা হবে। যাতে করে মানুষ ই.এস.আই হাসপাতাল থেকে পরিষেবা গ্রহণ করতে পারে। এইদিনের ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য