স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : নির্বাচন ঘোষণা হওয়ার আগে জিরো পোল ভাইওলেন্স-এর লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। ভয়মুক্ত হয়ে মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার জন্য আরক্ষা প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য জায়গায় জায়গায় আরক্ষা কর্মীদের দিয়ে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে।
রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায় ফ্ল্যাগ মার্চ সংগঠিত করা হয়। ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের পুলিশ হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এই ফ্ল্যাগ মার্চ শুরু হয়।
ফ্ল্যাগ মার্চে পুলিশ ও টিএসআর কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করে। এইদিন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়। পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা রাজ্যে এসে গেছে। বিভিন্ন জায়গায় তাদেরকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। মানুষ যেন ভয় মুক্ত পরিবেশ অনুভব করে এবং শান্তিপূর্ণ ভাবে যেন নির্বাচন সম্পন্ন করা যায়, তার জন্য ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। তিনি আরও জানান তথ্য সংগ্রহ করে যে যে জায়গায় প্রয়োজন রয়েছে সেখানে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। উল্লেখ্য নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে জিরো পোল ভাইওলেন্স-এর লক্ষ্য স্থির করেছে বলে জানান।