স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়ার রাজিব কলোনি এলাকায় শনিবার গভীর রাতে দুষ্কৃতকারীরা প্রদীপ দত্ত নামের এক কৃষকের কৃষি জমি দা দিয়ে কুপিয়ে তছনছ করে দেয়। আলু, টমেটো, লাউ, কুমোর এই সমস্ত কৃষিজ ফসল গুলো একেবারে নষ্ট করে দিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা। রবিবার সাত সকালে কৃষি জমিতে জল দিতে এসে ঘটনাটি দেখতে পান কৃষক প্রদীপ দত্ত। ভেঙে পড়েন কান্নায়।
বহু অর্থ খরচ করে তিনি এই সমস্ত কৃষিজ ফসল চাষ করতে শুরু করেছিলেন তার জমিতে। কিন্তু ফসল গুলো নষ্ট হয়ে যাওয়ায় বিশাল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় কৃষক প্রদীপ দত্ত এলাকায় দীর্ঘদিন ধরে সিপিআইএম কর্মী হিসেবে কাজ করে চলেছেন। বিশেষ করে চরিলাম বিধানসভা কেন্দ্রের রাজিব কলোনি এলাকার অধিকাংশ কৃষকরা বিরোধীদলের সমর্থক হিসেবেই পরিচিত। এই ঘটনা এক প্রকার রাজনৈতিক প্রতিহিংসা মূলক ঘটনা বলেই অনুমান করছে স্থানীয় অন্যান্য কৃষকরা। ঘটনার পর খবর দেওয়া হয় বিশালগড় থানা সহ এলাকার জনপ্রতিনিধিদের। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ দত্ত এবার কৃষি দপ্তর থেকে কি ধরনের সহযোগিতা পায় সেটাই দেখার।