Thursday, September 28, 2023
বাড়িরাজ্যবুথ অফিস নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

বুথ অফিস নষ্ট করে দিলো দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের গুর্খাবস্তী এলাকায় হাউজিং বোর্ডের পাশে থাকা ৩৭ নম্বর বুথ অফিস শনিবার রাতের আধারে নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে বুথ সভাপতির কাছ থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান বিধায়ক ডাঃ দীলিপ দাস। এই বুথ অফিস নষ্ট করা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন বিধায়ক ডাঃ দীলিপ দাস।

 এই ঘটনায় খবর দেওয়া হয় পুলিশে। দোষীদের বীরুধে ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। দুই অপশক্তির আইন শৃঙ্খলাকে বিনষ্ট করার অপচেষ্টা থেকে কান্ড ঘটাচ্ছে বলে অভিযোগ জানান বিধায়ক। বিধায়কের ধারণা কংগ্রেস ও সিপিএম-র মিতালীর পর তাদের মধ্যেই একটা অসন্তোষ তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে বিজেপিকে বদনাম করার জন্য চক্রান্ত করছে এই দুই দল। তারা ভাল করেই জানে রাজ্যে তাদের কোন  অস্তিত্ব নেই। তাই বিজেপি-র শান্তভাবে  কাজ করার মধ্যে বিশৃঙ্খলা লাগানোর জন্য এই উস্কানী মূলক চেষ্টা চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য