স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে আগে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের মতো আঞ্চলিক দল তিপ্রা মথা নিজেকে জাহির করতে চাইছে। শনিবার মানিক্য কোটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে করে ওয়াই টি এফ -এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জিতেন দেববর্মা জানান, আগামী ১৬ জানুয়ারি শারীরিকভাবে সুস্থ হয়ে রাজ্যে ফিরবেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।
এদিন তাঁকে ওয়াই টি এফ -এর পক্ষ থেকে অতিথির মতো স্বাগত জানানো হবে। তারপর মিছিল করে শালবাগান, খয়েরপুর, মাধববাড়ি, খুমুলুঙে যাওয়া হবে। খুমুলুঙে জনসভায় অংশগ্রহণ করবেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন মূল শ্লোগান হবে “এবার তিপ্রা আসছে।” আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এম ডি সি রোনাল দেববর্মা সহ অন্যান্যরা।