স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : মহিলাদের সুরক্ষার জন্য বর্তমান সরকার সাতটি জায়গায় মহিলা থানা করেছে। ২৪ ঘন্টা যাতে পরিষেবা পেতে পারে তার জন্য হেল্প ডেক্স বসানো হয়েছে। আগরতলা শহরে আরো বেশি সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও একাধিক সুরক্ষার ব্যবস্থা করায় মহিলা সংক্রান্ত অপরাধ দিন দিন রাজ্যে কমছে। ধর্ষণের হার কমেছে ৩০ শতাংশ, খুনের হার কমেছে ১৫-২০ শতাংশ। যার ফলে আইনশৃঙ্খলা দেশের ২৯ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে।
এবং এ সরকার মহিলাদের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামনির উদ্যোগে আয়োজিত মহারানীর মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, বর্তমান সরকার যেভাবে নারীদের স্ব-শক্তিকরণ করার উদ্যোগ নিয়েছে এভাবে আগে কোন সরকার উদ্যোগ নেয়নি। ঘর থেকে বেরিয়ে আসছেন মহিলারা। মহিলাদের উদ্বুদ্ধ করতে রাজ্য সরকার একাধিক ঘোষণা করেছে। ডিগ্রী কলেজ গুলোতে বিনামূল্যে মহিলারা পড়ার সুযোগ পাচ্ছেন। মহিলাদের কোন সমস্যা হলে এই সরকার তাদের পাশে থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে দ্বিচারিতার অভাব ছিল না। তাদের সময় দেখা যেত নাস্তিক সংস্কৃতি তৈরি করেছিল। কিন্তু আবার ঘরের মধ্যে গিয়ে ভগবানের কাছে ঘন্টা বাজাতো। সে সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাইছে সরকার। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামনির উদ্যোগে আয়োজিত মহারানীর মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মুখ্যমন্ত্রীর সহধর্মিনী স্বপ্না সাহা, অ্যালোমনির সভানেত্রী পূর্ণিমা রায়, সম্পাদীকা চন্দ্রা রায় সহ অন্যান্যরা।