স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি : দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিজেপির নির্বাচনী বুথ কার্যালয়। ঘটনা খোয়াই বিধানসভার অন্তর্গত ৪৩ নং বুথ অফিসটি। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। দুষ্কৃতীরা পার্টি অফিসে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপির কর্মী-সমর্থকেরা। জানা যায় খোয়াই বিধানসভার অন্তর্গত তবলাবাড়ির মুগলী বাজারে তথা ৪৩ নং বুথের বিজেপি দলের উদ্যোগ নির্বাচনীয় বুথ কার্যালয় তৈরি করে।
এই অস্থায়ী বিজেপি নির্বাচনীয় বুথ কার্যালয়টি ৯ই জানুয়ারি উদ্বোধন হয়। এই বুথ কার্যালয়ে শুক্রবার রাত ১০ টা পর্যন্ত কর্মী সমর্থক উপস্থিতি ছিল। দশটার সময় দলীয় কার্যালয়টি বন্ধ করে কর্মী সমর্থকরা বাড়ি চলে যায়। শনিবার সকাল সাতটা নাগাদ ৪৩ নং নির্বাচনীয় বুথ অফিসটি আগুনে পুড়ে ছাই। পার্টি অফিসের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও দলীয় পতাকা গুলিও পুড়ে ছাই হয়ে যায়। পার্টি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে। খবর দেওয়া হয় থানায়। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব। বিজেপি তরফে থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শাসক দল তথা বিজেপির নেতারা তীব্র নিন্দা জানায়।