Friday, April 19, 2024
বাড়িরাজ্যবামেদের বাইক মিছিল

বামেদের বাইক মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জানুয়ারি :  কংগ্রেস ও সি পি আই এম -এর মধ্যে জোটের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে মাইলেজ পেল রাজ্যের বিরোধী দল সি পি আই এম। শনিবার সকালে রাজধানীর পুরনো জেল মাঠ থেকে শুরু হয় বাইক মিছিল। মিছিলে বাম কর্মী সমর্থক বিজেপি সরকারকে পরাস্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। বাইক মিছিলে উপস্থিত সি পি আই এম নেতা অমল চক্রবর্তী জানান, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন বিপন্ন।

সংবিধান ত্রিপুরা রাজ্যে অচল, কথা বলার অধিকার নেই, প্রতিবাদ করতে মিছিল পর্যন্ত করতে পারছে না। এক অদ্ভুত নৈরাজ্য গোটা রাজ্যে চলছে। বিজেপি ও আইপিএফটির দুঃশাসন থেকে রাজ্যের মানুষ মুক্তি চাইছে। আর মুক্তি দিতে রাস্তায় নেমেছে সি পি আই এম বলে জানান তিনি। তিনি শাসকদল বিজেপির গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে বলেন, বিজেপির ঘরে সুশাসন নেই, তারা আবার বলছে রাজ্যের মানুষকে সুশাসন দেবে। বিজেপি’র বছরে তিনবার সভাপতি পাল্টাতে হয়, একজন মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর ধরে রাখতে পারিনি এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পর্যন্ত করতে পারেনি বিজেপি। সমালোচনা করে আরো বলেন পাঁচ বছরে বিজেপি’র পাঁচজন বিধায়ক পদত্যাগ করেছে। এ ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে নজির বিহীন। তারাই আবার সুশাসনের গল্প শোনাচ্ছে। তাই তাদের এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য