স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি সংকটের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ত্রিপুরার বারিস্ট আইনজীবী সহ অন্যান্য আইনজীবীরা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ পাঁচ জন বিচারপতি থাকার কথা।
কিন্তু কোন সময় ৫ জন বিচারপতি ছিল না। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ১০ নভেম্বর অবসর গ্রহণ করেছেন। তার পূর্বে বিচারপতি শুভাশিস তলাপাত্রকে ত্রিপুরা হাইকোর্ট থেকে উড়িষ্যা হাইকোর্টে বদলি করা হয়েছে। ৩১ ডিসেম্বর বিচারপতি এস জি চট্টোপাধ্যায় অবসর গ্রহণ করেন। ফলে বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে মাত্র দুই জন বিচারপতি রয়েছে। এতে করে হাইকোর্টে মামলা চালানোর ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে। ২৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের কলেজিয়াম ঝারখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিকে ত্রিপুরা হাইকোর্টে বদলি করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ এখনো পর্যন্ত কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় ত্রিপুরা হাইকোর্টে বিচার ব্যবস্থায় সঙ্কট তৈরি হয়েছে। তাই রাজ্যের সিনিয়র আইনজীবী সহ মোট ৩০০ জন আইনজীবীর স্বাক্ষর সম্বলিত একটি চিঠি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নিকট প্রেরন করা হয়েছে। দাবি জানানো হয়েছে ত্রিপুরা হাইকোর্টে পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি নিয়োগ করার জন্য। এইদিনের সাংবাদিক সম্মেলনে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সাথে ছিলেন সিনিয়র আইনজীবী শঙ্কর দেব, সিনিয়র আইনজীবী হরিবল দেবনাথ, সিনিয়র আইনজীবী তাপস দত্ত, সিনিয়র আইনজীবী সমিক দেব সহ অন্যান্যরা। এখন দেখার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কি ব্যবস্থা গ্রহণ করেন।