Monday, January 13, 2025
বাড়িখেলামেসির ফেরার ম্যাচে খেলছেন না এমবাপ্পে

মেসির ফেরার ম্যাচে খেলছেন না এমবাপ্পে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১১ জানুয়ারি: অবশেষে মাঠে ফিরছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের পর প্রথম তিনটি ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ককে পায়নি পিএসজি। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ঘরের মাঠে অঁজারের বিপক্ষে দলে আছেন এই পিএসজি তারকা। তবে মেসির দলে ফেরার রাতে ব্যক্তিগত কারণে দলে নেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সঙ্গে ছুটিতে আছেন আশরাফ হাকিমিও।বিশ্বকাপ জয়ের উৎসব শেষে আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় আগেভাগেই ক্লাবে যোগ দিয়েছিলেন। কিন্তু মেসি তখন রোজারিওতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন।বিশ্বকাপের ধকল আর শিরোপা-উৎসব শেষ করে তাই পিএসজিতে ফিরতে তাঁর একটু দেরিই হয়েছে। মেসি পিএসজির অনুশীলনে ফিরেছেন ৩ জানুয়ারি।বিশ্বকাপের পর পিএসজি প্রথম ম্যাচ খেলে স্ত্রাসবুর্গের বিপক্ষে। স্ত্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলেও লিঁসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। হেরেছে ৩-১ গোলে।

পিএসজি এর পরের ম্যাচ খেলে শাতোরুর বিপক্ষে। ফ্রেঞ্চ কাপের এই ম্যাচেও খেলেননি এমবাপ্পে। বিশ্রামে ছিলেন নেইমারও। আক্রমণভাগের তিন তারকাকে ছাড়া ফ্রেঞ্চ কাপে নেমেছিল পিএসজি। কঠিন সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জিতে কাপের ‘রাউন্ড অব ৩২’-এ উঠেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।অঁজারের বিপক্ষে দলে ফিরেছেন নেইমারও। মেসি–নেইমার জুটি তাই আরও একবার মাঠে ফেরার অপেক্ষায়। এই জুটির সঙ্গে এমবাপ্পে যুক্ত হলেও বোধ হয় সবচেয়ে খুশি হতেন পিএসজির সমর্থকেরা। কারণ, বিশ্বকাপ ফাইনালে মেসির কাছে হারা ও শিরোপা-উৎসবে এমবাপ্পেকে নিয়ে ট্রল করায় মেসি-এমবাপ্পের সম্পর্কে ভাটা পড়বে—এমন একটা গুঞ্জন ছিল। সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছিলেন ক্রিস্তফ গালতিয়ের।পিএসজি কোচ বলেছিলেন, ‘আর্জেন্টিনায় এমবাপ্পেকে নিয়ে কী ঘটেছে, আমি জানি না। জানতেও চাই না। কিন্তু ব্যক্তিগতভাবে মেসি কি এমবাপ্পেকে অসম্মান করেছে? অবশ্যই না। ফাইনালের পর মেসি এমবাপ্পের সঙ্গে হাত মিলিয়েছে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। এমবাপ্পেও মেসি বিশ্বকাপ জেতার পর অভিনন্দন জানিয়েছে। তাই সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণই নেই।’ তবুও…

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য