Sunday, January 19, 2025
বাড়িরাজ্যমিড ডে মিলের ঘরে চোরের থাবা

মিড ডে মিলের ঘরে চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি :  আবারো সাত-আট মাসের মধ্যে চুরির ঘটনা সংঘটিত হলো খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে।খোয়াই শহরের উপকণ্ঠে থাকা বিদ্যাজ্যোতি প্রকল্পের একমাত্র সরকারি দ্বাদশ ইংরেজি মাধ্যম বিদ্যালয় এটি। স্কুলটি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আসলেও পরিকাঠামো দিক দিয়ে তেমন উন্নত হয়নি।

যার ফলে চুরির ঘটনা লেগে রয়েছে। রবিবার রাতে মিড ডে মিলের ঘরে চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিয়ে যায় একটি রান্নার গ্যাসের সিলিন্ডার এবং একটি দামি মসলা তৈরীর মেশিন। চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার সকালে। সঙ্গে সঙ্গেই ঘটনা জানানো হয় খোয়াই থানায়। চুরির ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা জানান বিদ্যালয়ের যে কক্ষে মিড ডে মিলের খাবার তৈরি করা হয়, সেই কক্ষটি অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে। বহুবার দপ্তরকে মেরামত করার জন্য জানানো হয়েছিল। এরই মধ্যে রবিবার রাতে ঘরের দরজা খুলে প্রবেশ করে চুরির ঘটনাটি সংঘটিত করে চোরের দল। দীর্ঘ ৭-৮ মাস আগেও বিদ্যালয়ের একটি মোটর, জলের টেপ সহ  বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় চোরের দল।বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত এই স্কুলে সংস্কারের অর্থ থাকার পরও জরাজীন মিড ডে মিলের কক্ষটি কেন সারাই করছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষের জানালা, দরজা এবং কক্ষটির যে দুর্বল অবস্থা তার জন্য দ্রুত মেরামত করার দাবি উঠছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য