Saturday, January 18, 2025
বাড়িরাজ্য১০,৩২৩ -কে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী

১০,৩২৩ -কে আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : বহু আন্দোলনের পর আবার মুখ্যমন্ত্রীর মুখ থেকে আশার বাণী পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। সোমবার ভোট প্রচারে বের হয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের সমস্যা আইনি বিষয়। তাই আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন তিনি। আদালত অবমাননা বিষয়টিও মাথায় রাখতে হয় সরকারকে। সর্বোচ্চ আদালত থেকে তাদের বিষয়ে একটি নির্দিষ্ট রায় রয়েছে।

 যদিও তারা তাদের পক্ষ থেকে একটি যুক্তি উত্থাপন করেছে। সেই যুক্তির উপর ভিত্তি করি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরতে হবে। সরকার কিছু না কিছু করবেই। নির্বাচনের আগে তাদের বিষয়টি সরকারের বিবেচ্য রয়েছে। মন্ত্রীসভার সদস্যরাও সমস্ত দিক থেকে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ধারণা করা হচ্ছে আর একটি মন্ত্রিসভার বৈঠক হবে। তারপর বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদকালে আর কোন মন্ত্রীসভা হবে না বলে ধরে নেওয়া হচ্ছে।

 প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সমস্যা কতটা বর্তমান সরকার সমাধান করতে পারবে সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যে যৌথ মঞ্চে ১০,৩২৩ -এর পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি আসন্ন মন্ত্রী সভার বৈঠকে কোন সিদ্ধান্ত তাদের জন্য নেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আর সেটা সড়ক পথ অবরোধ কিংবা রেল পথ অবগত হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রীর আশার বাণী পেয়ে ১০,৩২৩ কতটা সন্তোষ তা জানা নেই। এখন দেখার বিষয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কল্পতরু সরকার কি ভূমিকা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য