স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : নির্বাচন আসন্ন। রাজ্যে প্রতিদিন আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনকে সামনে রেখে দুই দিনের রাজ্য সফরে এলেন কিষান মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ রাজকুমার চাহার। সোমবার আগরতলা এমবিবি বিমান বন্দরে কিষান মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজকুমার চাহারকে প্রদেশ কিষাণ মোর্চার পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি জওহর সাহা, জয়দেব দেববর্মা সহ সংগঠনের কর্মীরা। পরে এমবিবি বিমান বন্দর থেকে বাইক মিছিলের মাধ্যমে কিষান মোর্চার সর্বভারতীয় সভাপতিকে নিয়ে আসা হয় ষ্টেট গেস্ট হাউসে। কিষান মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজকুমার চাহার সাংবাদিকদের জানান গোমতী জেলার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে কিষাণ মোর্চার সমাবেশ রয়েছে, সেই সমাবেশে যোগদানের জন্য তিনি রাজ্যে এসেছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে যেন ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় তার জন্য বিজেপি দলের সকল কার্যকরতা একসাথে কাজ করছে বলে জানান তিনি। তিনি আরও জানান ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন। ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আরো জানান, নতুন নতুন চাসবাস করার জন্য। তাহলে কৃষকদের আয় দ্বিগুণ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।