Friday, January 17, 2025
বাড়িরাজ্যমিশন ৯২৯ এবং জিরো পুল ভায়োলেন্সের সূচনা

মিশন ৯২৯ এবং জিরো পুল ভায়োলেন্সের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :  ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচন। তাই আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের উদ্যোগে শনিবার মিশন ৯২৯ এবং মিশন জিরো পুল ভায়োলেন্সের সূচনা হয়। রাজধানীর প্রজ্ঞাভবনে এই কর্মসূচির সূচনা করেন মুখ্য সচিব জে কে রাও। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। আসন্ন বিধানসভা নির্বাচন সর্বাত্মক করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে এই মিশনের সূচনা করার জন্য।

 রাজ্য বিধানসভার সর্বাধিক ভোটের হার নিশ্চিত করার জন্য ভোটারদের পদ্ধতিগত শিক্ষা এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার অভিযান জোরদার করা , একটি দূরবর্তী ভোট কেন্দ্র থেকে একাধিক নির্বাচনক্ষেত্রের নির্বাচন আর বি এম এর মাধ্যমে করা, ৯২৯ টি ভোটকেন্দ্রে ভোট দানের হার ৮৮ শতাংশ বৃদ্ধি করার লক্ষ্য অর্জন করা, নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করা , ৮০ বছর উর্দ্ধ এবং দিব্যাঙ্গ ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোট কেন্দ্রে হুইলচেয়ার , পৃথক লাইনের ব্যবস্থা করা, নির্বাচন সংক্রান্ত যেকোনো ধরনের সন্ত্রাস রোধ করার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যাবতীয় ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় রাখে হয়েছে এই মিশনে।  জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের রাজ্য সফরের সময় তাদের সামনে নির্বাচনের সমস্ত বিষয় রাখা হয়। ১৪ ডিসেম্বর আসন্ন তিনটি রাজ্যের নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।  দুটি বড় চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এই মিশন তৈরি করা হয়েছে। প্রতিটি নির্বাচনে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। তার পরেও কিছু ঘটনা ঘটে। এগুলি না হলেই ভাল হয়। তাই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে। এদিনের অনুষ্ঠানে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, সেক্টর অফিসারেরা অংশ নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য