স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর : বর্তমান সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার আর মাত্র বাকি দু’মাস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভুল পিটিয়ে পচার করা হচ্ছে সমস্ত প্রতিশ্রুতি পালন করা হয়েছে। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি বলেন, ভাতা, গ্র্যাচুইটি, হাউসরেন্ট অ্যালাউন্স প্রভূতি কোন ক্ষেত্রেই একটি টাকাও বৃদ্ধি করা হয়নি। কেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারল নাসক তথ্য প্রকাশ না করে সপ্তম বেতন কমিশন নিয়ে আষাঢ়ের গল্প শোনানোর চেষ্টা করা হচ্ছে।
এ ধরনের প্রতারণা ত্রিপুরা রাজ্যের মানুষ আগে কখনো প্রত্যক্ষ করেনি বলে জানান তিনি। যারা বলছিল সমস্ত চুক্তিবদ্ধ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে , সরকারে আসার পর তারা পূর্বের কাজ সরকারের ১০ বছরের অনিয়মিত থাকা পর নিয়মিতকরণের নির্দেশিকা স্থগিত রেখে দেয়। প্রতিশ্রুতি বদ্ধ সরকারের এই প্রতারণা মানুষ হারে হারে বুঝতে পারছে বলে অভিযোগ হলেন তিনি। আরো বলেন, বর্তমান রাজ্য সরকার ডি এ বঞ্চনার ক্ষেত্রে নতুন নজির সৃষ্টি করেছে। ১২ শতাংশ দিয়ে ঘোষণা করে যেভাবে অসত্য বিবৃতি দিয়ে শিক্ষক কর্মচারী সহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চাইছে তারও প্রতিবাদ জানানো হচ্ছে। কারণ পূর্বতন সরকার ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ কিস্তিতে ৪৬ শতাংশ ডি এ প্রদান করেছিল। কিন্তু বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদকালে তিন কিস্তিতে মাত্র কুড়ি শতাংশ ডি এ প্রদান করেছে বলে সমালোচনা করেন তিনি। আরো বলেন গণতন্ত্র ও আইনের শাসন ত্রিপুরা সহ কর্মচারীদের এই বঞ্চনা সুরাহার দাবিতে আগামী এক জানুয়ারি সকাল ১১ টায় সিটি সেন্টারের সামনে কর্ম শিক্ষক কর্মচারী জমায়েত মিছিল সংঘটিত করা হবে। গাড়ি চালানো হবে রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের ১৮ শতাংশ ডি এ ও ডি আর মিটিয়ে দেওয়া। ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের চাকরির স্থায়ী সমাধান করা এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে বাতিল করা সহ ১০ দফা দাবি।