Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ -র রাজ্য সফরের ঘোষণা দিলেন ভাজপা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ -র রাজ্য সফরের ঘোষণা দিলেন ভাজপা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর :  আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আগামী ৫ জানুয়ারি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের দুই জেলা থেকে বিজেপির জনবিশ্বাস রথযাত্রার সূচনা করবেন। দক্ষিণ জোনের এই রথযাত্রার সূচনা হবে সাব্রুম থেকে। অন্যদিকে উত্তর  জোনের রথযাত্রার সূচনা হবে ধর্মনগর থেকে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি এবং আসন্ন  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠান লক্ষ্যে প্রায় ১০ লক্ষ মানুষের কাছে জনসংযোগ করার জন্য এই জনবিশ্বাস রথযাত্রার আয়োজন করা হয়েছে।

 ৫ জানুয়ারি সকাল ১১ টায় ধর্মনগর থেকে  উত্তর জোনের রথযাত্রার সূচনা হবে। দক্ষিণ জোনের রথযাত্রার সূচনা হবে দুপুর দুটো থেকে। রথযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার জগন্নাথ বাড়ি স্থিত প্রদেশ বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অবগত করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই রথযাত্রার ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। উত্তর জোনের জনবিশ্বাস রথযাত্রার দায়িত্বে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ বিধায়ক ও  অন্যান্য নেতৃত্ব। দক্ষিন ত্রিপুরার রথ যাত্রার ইনচার্জ হচ্ছে সাধারণ সম্পাদক টিঙ্কু রায়।  ১ হাজার পথ পরিক্রমা করে আগামী ১২ জানুয়ারী আগরতলায় হবে সমাপন অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। ৮ দিনের রথযাত্রা সংগঠিত করা হবে বলে জানান তিনি। রাজ্য সরকারের কাজ , জনমুখী প্রকল্প ও নীতির উপর ভর করে ২০২৩ সালে পুনরায় এরাজ্যে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। রথযাত্রাকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যেই বিজেপির নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র  সিং রাজ্যে প্রবাস করছেন। সাংগঠনিক মহামন্ত্রী বি এল সন্তোষ বৈঠক করে গেছেন বলেও জানান তিনি।

 কদমতলা কুর্তি, বাগবাসা এসে হবে সভা। এই রথযাত্রাকে কেন্দ্র করে বাজার ও পথসভার আয়োজন করা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত দুটি করে ছোট বড় সভা করবে বিজেপি। যুব মোর্চার কার্যকর্তারা বাইক রেলির মাধ্যমে স্বাগত জানাবে। যুবরাজ নগর , পানিসাগর , কৈলাশহর , ফটিকরায় , চন্ডিপুর বিধানসভার পথ পরিক্রমা করবে উত্তর জনের রথযাত্রাটি।  ৬০ টি বিধানসভা পরিক্রমা করবে এই জনবিশ্বাস রথযাত্রা।  হবে ২০০ টির বেশি সভা, ১০০ টির অধিক পদযাত্রা। উত্তর ও দক্ষিণ জোনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রদেশ বিজেপি-র উদ্যোগে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য