স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : শিক্ষকের মারে গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র। ঘটনা গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ীর তৈচাকমা ভিলেজের গ্রীস কারবারই পাড়া হাই স্কুলে। আহত ছাত্রের নাম নয়ন চাকমা। ঘটনা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় নয়ন চাকমা বন্ধুর সাথে রাস্তায় দুষ্টামি করলে স্কুলের শিক্ষক শান্তি কুমার চাকমা দেখতে পান।
পরে নয়ন চাকমাকে শিক্ষক শান্তি কুমার চাকমা স্কুলে নিয়ে বেধড়ক মারে। শিক্ষকের মারে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নয়ন। পরে তার সংজ্ঞা ফিরলে সে স্কুলে থেকে বাড়ি ফিরে তার বাবাকে গোটা বিষয়টি জানায়। পরবর্তী সময়ে নয়নের বাবা স্কুলের শিক্ষক শান্তি কুমার চাকমাকে ফোন করে ঘটনা জানতে চাইলে কোন জবাব দিতে পারেন নি শিক্ষক শান্তি কুমার চাকমা। বরং আহত ছাত্রের বাবাকে এই শিক্ষক মশাই বলে উঠেন কি করতে পারবেন তিনি করে দেখাতে। পরবর্তী সময়ে আহত ছাত্রকে তার পিতা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় বলে জানায় আহত ছাত্র নয়ন চাকমা। ঘটনায় তৈই চাকমা এলাকা বাসী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাদপ্তর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানায়।