Saturday, January 25, 2025
বাড়িরাজ্যগণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন পুনরুদ্ধারের করতে ভোট লড়াইয়ে প্রস্তুত বামেরা, বললেন...

গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন পুনরুদ্ধারের করতে ভোট লড়াইয়ে প্রস্তুত বামেরা, বললেন জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : মঙ্গলবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরের পালন করা হয় ৭৮ তম জনশিক্ষা দিবস। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর পাহাড়ি রাজ্য ত্রিপুরার যুবরা সেই সময়ের পরিস্থিতি নিয়ে দিনভর আলোচনায় বসে। দিনভর আলোচনা শেষে তারা স্থির করে যে আগে মানুষকে স্বাক্ষর করতে হবে।

 তাই তারা নিরক্ষরতা ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাই ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর জন শিক্ষা সমিতি গঠিত হয়। কিন্তু দীর্ঘ ৭৭ বছর পরও ত্রিপুরা রাজ্য এখনো পুরোপুরি ভাবে নিরক্ষরতা ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে নি। দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। ফলে দেশের কোটি কোটি মানুষের উপর বর্তমান শাসক কুল তাদের শোষণের যাঁতাকল চালিয়ে যাচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে শপথ নেওয়া হবে যারা শিক্ষার শত্রু, সভ্যতার শত্রু এবং অসাম্যের ধারক ও বাহক তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর কদিন বাদেই ত্রিপুরা রাজ্যের ভোট, সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন পুনরুদ্ধার করা যায় তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে শপথ নেওয়া হচ্ছে বলে জানান জিতেন্দ্র চৌধুরী।এইদিনের অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য