স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : এই রাজ্যে আগেও তপশিলি জাতিভুক্ত মানুষের উন্নয়নের জন্য অর্থ আসতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অর্থ প্রদানের আগেই গায়েব হয়ে যেত। যাদের উদ্দেশ্যে আনা হতো তারাই এর থেকে বঞ্চিত থাকতেন। এস সি –দের উন্নয়নের অর্থ দিয়ে সংশোধনাগার তৈরি করা হয়েছে।
এর জন্য রয়েছে পৃথক দপ্তর। এরপরও এস সি- দের উন্নয়নের অর্থ দিয়ে সংশোধনাগার নির্মাণ করা কেন হল তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। মঙ্গলবার টাউন হলে এস সি সম্প্রদায় ভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বাইসাইকেল এবং ওজন পরিমাপ যন্ত্র বিতরণ ও ঋণ প্রদান অনুষ্ঠানের সূচনা করে একথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা এস সি কো-অপারেটিভ ডেভলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।