Sunday, January 19, 2025
বাড়িরাজ্যমথার বিরুদ্ধে রাজভবন অভিযান করতে প্রস্তুত খোয়াই -র জনজাতি মোর্চা

মথার বিরুদ্ধে রাজভবন অভিযান করতে প্রস্তুত খোয়াই -র জনজাতি মোর্চা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এলাকার আর্থিক দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে রাজভবন অভিযান সংঘটিত করা হবে। আগামী ২৯ শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠন জনজাতি মোর্চার উদ্যোগে এই দুর্নীতি নিয়ে রাজভবন অভিযান হবে। জনজাতি মোর্চার উদ্যোগে রাজভবন অভিযানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সোমবার খোয়াই মহকুমা এলাকায় পৃথক স্থানে প্রস্তুতি সভা হয়।

 প্রথমে রামচন্দ্রঘাট জনজাতি মোর্চার উদ্যোগে রামচন্দ্রঘাট মন্ডল কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন পরবর্তী সময় আশারামবাড়ি মন্ডল কার্যালয়েও জনজাতি মোর্চার উদ্যোগে প্রস্তুতি বৈঠক হয়। এদিনের এই পৃথক দুটি স্থানে বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা খোয়াই জেলা সভাপতি বিশ্বজিৎ রুপিনি, খোয়াই জেলা বিজেপি সাধারণ সম্পাদক জয়ন্ত, রামচন্দ্রঘাট মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, আশারামবাড়ী মন্ডল সভাপতি বীরমোহন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই বৈঠক শেষে জনজাতি মোর্চার নেতৃত্বরা জানান, স্বশাসিত জেলা পরিষদে বর্তমান সরকারের আমলে হাসপাতাল নিয়ে ৩০ কোটি টাকার দুর্নীতি, এমডিসি হোস্টেল নিয়ে দুর্নীতি, সরকারি প্রকল্পগুলি নিয়ে চলছে দুর্নীতি , স্বশাসিত জেলা পরিষদের আর্থিক কোন অডিট হয় না। আর্থিক কোন শৃঙ্খলা কিংবা নিয়ম-নীতি মানা হয় না।এডিসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নিয়ম মেনেই সেখানে টাকা প্রদান করা হয়। রাজভবন অভিযানের মধ্য দিয়ে রাজ্যপালের কাছে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান। তবে আসন্ন নির্বাচনের আগে শাসকদলের এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দাবি উঠছে দুর্নীতির খোলাসা করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য