স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রণকৌশল সাজাতে ত্রিপুরা রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত কয়েক মাস আগে রাষ্ট্রীয় সভাপতি রাজ্য সফরে আসলেও সংগঠন নিয়ে অনেকটাই চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে। খুমুলুঙে জনসভা করতে গিয়ে জনজাতি ভোটার নিয়ে হতাশাগ্রস্ত হয়েছিলেন তিনি। এখন পদ্ম শিবিরের রণকৌশল সাজাতে তিনি রাজ্যে সফরে পা রাখবেন।
ইতিমধ্যে দলীয়ভাবে শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী রবিবার রাজ্যে সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। এম বি বি বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্য নেতৃত্বদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একাধিক কর্মসূচি নেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার সফর নিয়ে দলীয় কর্মীদের সাথে আলোচনা করবেন। এদিকে আসন্ন বিধানসভার নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। নতুন বছরে প্রথম সপ্তাহ থেকে এই রথযাত্রা শুরু হবে। রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে পিছিয়ে নেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের গ্রাম পাহাড়ে মিছিল সভা করে চলেছে তারা। সুতরাং আসন্ন নির্বাচন এক প্রকার ভাবে সবকটি রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ বলা যায়।