স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : আসামে বাঙালিদের উপর উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা দাবি তুলে বিক্ষোভের সামিল হলো আমরা বাঙালি। রাজধানীর শিবনগর এলাকায় দলীয় কার্যালয়ে সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। দাবি তোলা হয় উত্তর-পূর্বাঞ্চলে বাঙালিদের বিদেশি তাকমা দিয়ে উচ্ছেদ অভিযান প্রত্যাহার করতে হবে, অবিলম্বে দেশ জুড়ে বাঙালিদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া চক্রান্ত বন্ধ করতে হবে।
আমার বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল জানান, গত ১৯ ডিসেম্বর আসামের নগাঁও জেলায় আবারো শুরু হয়েছে বাঙ্গালিদের উচ্ছেদ অভিযান। বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স ছাড়াও বুল ড্রোজার ব্যবহার করে কয়েক হাজার বাঙালি পরিবারকে উচ্ছেদ করা হয়। এবং তাদের সম্পত্তি নষ্ট করেছে প্রসাশন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রশাসন তাদের কথা বলার সুযোগ পর্যন্ত কেড়ে নিয়েছে। শুধু আসামে নয় উত্তরখণ্ড, নাগাল্যান্ড, মনিপুর সহ বিভিন্ন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে অবিলম্বে এ ধরনের উচ্ছেদ বন্ধ করার জন্য। পাশাপাশি যাদের এভাবে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসন দিতে হবে এবং ক্ষতিপূরণ প্রদান করতে হবে। না হলে পথে নামবে আমরা বাঙালি বলে হুশিয়ার তিনি।