আগরতলা, ৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় প্রবেশে বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। দেশের নয়টি রাজ্য চিহ্নিত করে সেখান থেকে আগত সমস্ত যাত্রীর কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রিপোর্ট ছাড়া আগত যাত্রীদের বিমানবন্দরে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করতেই হবে। নেগেটিভ আসলে তাঁরা বাড়ি যাওয়ার ছাড়পত্র পাবেন।
ত্রিপুরা সরকারের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান বিমানবন্দরের জনৈক আধিকারিক।এমবিবি বিমানবন্দরের ওই আধিকারিক জানান, কেরালা, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড থেকে আগত বিমানযাত্রীর সফরের ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর কিংবা ট্রুনেট অথবা সিবিন্যাট নেগেটিভ রিপোর্ট সাথে আনতে হবে।
ওই রিপোর্ট ছাড়া বিমানবন্দরে যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করতে হবে। সাথে তিনি যোগ করেন, ওই নয়টি রাজ্য থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে কোভিডের টিকার দুটি ডোজ নেওয়া যথেষ্ট নয়। ত্রিপুরায় প্রবেশে তাঁদের কোভিড নেগেটিভ হওয়া বাধ্যতামূলক।আধিকারিকের কথায়, ওই নয়টি রাজ্য ছাড়া অন্য রাজ্যের যাত্রীদের ক্ষেত্রে কোভিডের দুটি টিকা নেওয়ার ১৫ দিন অতিক্রান্ত হওয়ার সার্টিফিকেট ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে। সেক্ষেত্রে তাঁদের করোনার নমুনা পরীক্ষা করতে হবে না। তিনি বলেন, ত্রিপুরা সরকার বিমানবন্দরে করোনার নমুনা বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করেছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুসারে, করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলে রাজ্য সরকারের প্রটোকল অনুযায়ী ১৪ দিনের জন্য বাধ্যতামূলক একান্তবাসে থাকতে হবে।