স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের টাকা মিটিয়ে দেওয়ার জন্য আবারো ডেপুটেশন প্রদান করল বাম ছাত্র সংগঠনগুলি।ও বি সি ছাত্রদের প্রাপ্য সমস্ত রকমের স্টাইপেন্ড অবিলম্বে দপ্তরকে মিটিয়ে দেওয়া এবং বর্তমান সময়ে সমস্ত প্রকারের স্টাইপেন্ড বাড়ানো সহ দুই দফা দাবিতে মঙ্গলবার ও বি সি কল্যাণ দপ্তরের অধিকর্তা কুন্তল দাসের কাছে ডেপুটেশন প্রদান করে এস এফ আই রাজ্য কমিটি ও টি এস ইউ-র কেন্দ্রীয় কমিটি।
বিভিন্ন জটিলতার কারণে রাজ্যের বহু ও বি সি ছাত্র ছাত্রীর স্টাইপেন্ড আটকে রয়েছে। দপ্তর ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে হওয়া জটিলতার কারণে ছাত্র ছাত্রীরা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়েছেন। এই বছরের স্টাইপেন্ড পাননি বহু ছাত্র ছাত্রী। ও বি সি ছাত্র ছাত্রীদের এডুকেশন ঋন আটকে আছে। এই অবস্থায় সমস্যায় পড়েছেন ও বি সি অংশের ছাত্র ছাত্রীরা। দপ্তরকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান বলে জানান এস এফ আই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব।