স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ১৯৪৯ সালের ৭ ডিসেম্বর সংসদে সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রতিবছর এই দিনটিকে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস হিসাবে উদযাপন করার। মূলত যে সমস্ত সৈনিক যুদ্ধে শহীদ হচ্ছেন তাদের পরিবারবর্গকে দেখাশোনা ও সাহায়তা করতে ফান্ড না থাকায় এই দিনে সকলের কাছে থেকে অর্থ সংগ্রহ করা হয়। আর সেই অর্থ শহিদ সৈনিকদের পরিবারের জন্য ব্যয় করা হয়।
দেশবাসী স্ব ইচ্ছায় এদিন অর্থ প্রদান করে থাকেন। মঙ্গলবার ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় তারা গিয়ে প্রাক্তন সৈনিক দের জন্য মুক্ত হস্তে দান করার জন্য আহ্বান জানায়। এদিন এর সূচনা করেন সৈনিক বোর্ডের ব্রিগেডিয়ার জেপি তেওয়ারি। তিনি জানান এই উদ্যোগ সারা বছর ব্যাপী চলে। মানুষ অন লাইনের মাধ্যমেও তাদের অর্থ প্রদান করতে পারেন। তবে সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের দিন সংগ্রহীত অর্থের সাথে একটি স্টিকার মানুষদের দেওয়া হয়।