Monday, February 10, 2025
বাড়িরাজ্যউদ্বোধন হলো জনজাতিদের রেস্ট হাউস

উদ্বোধন হলো জনজাতিদের রেস্ট হাউস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : ২০১৩ সালে কুমারী মধুতি রুপশ্রী জনজাতিদের আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর মেবার কুমার জমাতিয়া হাত ধরে উদ্বোধন হলো এই রেস্ট হাউসের।  প্রায় সাত কোটি টাকা ব্যয়ে করে মোট ৬৪ আসন বিশিষ্ট এই রেস্ট হাউস গড়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন  জনজাতি কল্যাণ দপ্তর এর প্রিন্সিপাল সেক্রেটারি পুনিত আগরওয়াল, দফতরের অধিকর্তা বিশাল কুমার সহ অন্যান্যরা।

মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন এটা সকলের স্বপ্নের ছিল। আগরতলা শহরের মধ্যে জনজাতিদের জন্য একটি আধুনিক মানের অতিথিশালা নির্মাণের। তা এদিন বাস্তবায়িত হয়েছে। ৬৪ টি আসন বিশিষ্ট এই অতিথি শালায় ভিআই পি, ডাবল রুম, সিঙ্গেল রুম ও ডরমেটরি আছে। এই অতিথিশালা নির্মাণের জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই প্রথম আগরতলা শহরে জনজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় আধুনিক মানের রেস্ট হাউস জনজাতিদের জন্য দেওয়া গেছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ সম্পন্ন করা গেছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন প্রতিদিন বহু গরিব দুঃস্থ পরিবার আগরতলা মুখী হয় নানান কারণে। এতদিন তাদের আগরতলায় থাকতে অসুবিধার সম্মুখীন হতে হতো। এবার ন্যূনতম মূল্যে এই রেস্ট হাউসে সেই সমস্ত জনজাতি অংশের মানুষ থাকতে পারবে। মাত্র ৫০ ও ১০০ টাকার মূল্য দিয়ে তারা এখানে থাকবে। বি পি এল ও প্রায়োরিটি গ্রুপকে এই ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেওয়া হবে বলেও জানান। করোনার কারণে নির্মাণ কাজ কিছুটা বিলম্ব হওয়ায় এই রেস্ট হাউস তৈরি হতে সময় লেগেছে বলে জানান তিনি। তিতল রেস্ট হাউসটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। কাজ সম্পন্ন হয় ২০২১ সালের মার্চ মাসে। এতে ব্যয় হয়েছে ৭ কোটি ২৩ লক্ষ ২৩ হাজার টাকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য