স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর : জাওয়াদ-এর প্রভাব পড়ল রাজ্যে। রবিবার দুপুর থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। রাজধানী আগরতলা শহরে ভারি বৃষ্টি না হলেও সোমবার সকাল থেকে মাঝারি বৃষ্টির ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষকে।
ছাতা হাতে বাড়ি থেকে বের হতে হচ্ছে সকলকে। শহরের রাস্তা গুলিতে এইদিন যানবাহন কিছুটা কম পরিলক্ষিত হয়। বিশেষ করে সরকারী কর্মচারীদের এইদিন নির্ধারিত সময়ে অফিসে পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়। রাজধানী আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব পড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব গোটা রাজ্যে পড়েছে।