স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : জেল পুলিশের চরম গাফিলতির কারণে হাসপাতাল চত্বর থেকে পালালো অভিযুক্ত। গত তিন দিন আগে উদয়পুর শহর সংলগ্ন থেকে বিপুল পরিমাণ চুরি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার আঁচ ধরে তিন চোরকে পাকড়াও করে রাধাকিশোরপুর থানার পুলিশ। তিনজনকে আদালতে পাঠালে, আদালত তিনজনকে জেল হাজতে পাঠান।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ তিন অভিযুক্তকে জেল থেকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহাকুমা হাসপাতালে মেডিকেল করানোর জন্য নিয়ে গেলে, রাহুল বণিক নামে এক দাগি চোর হাসপাতাল চত্বর থেকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ কর্মীরা পেছনে ধাওয়া করলেও তার টিকিট নাগাল পায়নি। পরবর্তী সময় খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। রাধাকিশোরপুর থানার পুলিশ বেশ কয়েকটি গাড়ি নিয়ে পলাতক আসামির খোঁজে তল্লাশি শুরু করে। জানা গেছে অভিযুক্ত চোরের নাম রাহুল বণিক। পিতা নিতাই বনিক। তার বাড়ি উদয়পুর পুর পরিষদের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। রাধাকিশোরপুর থানায় মামলা নম্বর ১৫৭/২০২২, ধারা ৩৭৯/৪১১/৩৪ আইপিসি। হাসপাতালে মেডিকেল করাতে আসা এই দাগি চোর পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে।