Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল, আটক যুবক

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণে ফেন্সিডিল, আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ডিসেম্বর : রেল পথকে কাজে লাগিয়ে বহির্রাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে নেশা জাতীয় সামগ্রী। অভিযোগ প্রতিনিয়তই এই ধরনের অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে কুচক্রীরা। যদিও এর নিরিখে রেল পুলিশের সাফল্য তেমনটা নেই। রবিবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে রাত তিনটার নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি বি পি কোচ থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সিডিল জাতীয় নেশার কফ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি।

 জি আর পি -র ওসি সঞ্জিত সেন জানান, দশ কার্টুন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোট ১৫৯৫ টি এস কাফের বোতল রয়েছে। জিআরপি পুলিশ সুপারের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।  নেশার জাতীয় ফেনসিডিল গুলি পাঁচটি কাপড়ের ব্যাগে প্যাকেটিং করা ছিল। সেগুলি থেকে তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবককে। জি আর পি পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্তে করেছে বলে জানান ওসি। পুলিশের ধারণা বাকি অভিযুক্তদেরও দ্রুত জালে তুলতে সক্ষম হবে। এখন দেখার বিষয় পুলিশ পাচারকারী চক্রে অভিযুক্তদের কতটা দ্রুত জালে তুলতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য