স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা ৪৫-৫০ টি আসনে লড়াই করবে। রবিবার রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন দলের সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, বিধানসভায় ২০ টি আসন রয়েছে এস টি সংরক্ষিত এবং ১০ টি আসন সংরক্ষিত আছে এস সি-দের জন্য।
এর বাইরে অন্যান্য আসন গুলিতে অন্য কোন সম্প্রদায়ের মানুষ লড়াই করতেই পারে। তিপ্রা মথা দল সেই আসন গুলিতেও লড়াই করবে। আরো বলেন, তিপ্রা মথা দল কোন সম্প্রদায়ের বিরোধী নয়। দিল্লী অভিযানে গিয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি জোরালো ভাবে জানানো হয়েছে। এই দাবিকে মান্যতা দিলে ভাল। অন্যথায় নির্বাচনের মাধ্যমে তার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানান তিনি। এদিন তিপ্রা মথা দলের নতুন ইউনিট তিপ্রা সিটিজেনস ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।