Thursday, January 16, 2025
বাড়িরাজ্যক্ষেত্রমোহন একাডেমী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ক্ষেত্রমোহন একাডেমী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : শনিবার আগরতলা শান্তি পাড়া এলাকায় বহু পুরনো ক্ষেত্র মোহন একাডেমী পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, শিক্ষা দপ্তরের সচিব শরদেন্দু চৌধুরী, উচ্চ শিক্ষা অধিকর্তা এন সি শর্মা, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা বিম্বিসবার ভট্টাচার্য সহ অন্যান্যরা। বহুদিন ধরে ক্ষেত্র মোহন একাডেমীর সুখ্যাতি রয়েছে। এই স্কুল থেকে পাশ করে অনেকেই পরবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছে। তারা বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন স্থানে রয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পূর্বতন সরকার এই ক্ষেত্র মোহন একাডেমীর সঠিক রক্ষণাবেক্ষণে কোন উদ্যোগ নেয়নি। শান্তিপাড়া ক্লাবের পক্ষ থেকে একাডেমীটি বেশ কয়েক দফায়  ঠিক ঠাক করে দেওয়া হয়েছে।

শহরের মধ্যে এমন একটা সুন্দর জায়গায় স্কুলের ব্যপক চাহিদা রয়েছে। কিন্তু এর সঠিক ব্যবহার হচ্ছে না। এই একাডেমীটি শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে। অবশেষে স্কুলটি নিয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত গ্রহন করা হয় ক্ষেত্র মোহন স্কুলটিকে পুনরুদ্ধার করে ইংরেজী মাধ্যমে উন্নিত করার। সেই দিশায় সরকার কাজ শুরু করেছে। তিনি আরো জানান নতুন করে ইংরেজী মাধ্যম করার জন্য প্রাক আলোচনা হয়েছে। বহু জায়গা রয়েছে যা বর্তমানে দখল হয়ে গেছে। সেগুলিকে পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি। সরকারের এই সিদ্ধান্তে খুশী স্থানীয় বাসিন্দারা। কারণ স্কুলটি চালু হলে এলাকার ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী। সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এবং শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা আরও বেশি মূল দিশা খুঁজে পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য