স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : নির্বাচন আসন্ন। এই মুহূর্তে শাসক দলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে রাজ্যে আইনের শাসন নেই। নারী সংক্রান্ত অপরাধে জড়িত শাসক দলের নেতারা। বিরোধীদের এই বক্তব্য শাসক দলের নেতারা এবং মন্ত্রী বাবুরা নাকচ করলেও শুক্রবার রাতে আবারো আঙ্গুল তুলে দেখিয়ে দিল শাসকদলের উপপ্রধান সহ মন্ডল নেতারা।
বিজেপি অফিসে মহিলাকে মারধর করা ঘটনা সামনে উঠে এসেছে। অভিযোগ বিজেপি পার্টি অফিসে নিয়ে মা ও ছেলেকে বেধড়ক মারধর করলো উপপ্রধান সহ মন্ডল নেতারা। ঘটনা মেলাঘর থানাধীন বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে মেলাঘর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের বরডেপার জুলাস মিয়ার ছেলে মাসুম মিয়া তেলকাজলা ঝুলন্ত ব্রিজের কাছ থেকে বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের সুমন দাস নামে তার বন্ধুকে বাইকে করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গেলে, সেখানে বন্ধুর সাথে সামান্য কথা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে মাসুম মিয়ার বন্ধু সুমন দাস বাড়ির দিকে চলে যায়। অপর দিকে মাসুম মিয়া বাইকে করে তার বাড়িতে আসার সময় বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি পার্টি অফিসের সামনে আসলে, সেখানে বানিয়াছড়া পঞ্চায়েতের উপপ্রধান প্রানেশ সরকার সহ আরো কয়েকজন মিলে মাসুম মিয়াকে ধরে বাইকের চাবি নিয়ে যায়, পরে মাসুম মিয়াকে বিজেপির পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার পীঠে ছুরির আঘাত করে। এর মধ্যে মাসুম মিয়ার মা সরোপা বিবি এই খবর পেয়ে দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা মাসুম মিয়ার মায়ের উপরও আক্রমণ করে। কিন্তু এই দিন যদি তার মা না যেত তাহলে প্রাণে মেরে ফেলত বলে অভিযোগ। শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।