Saturday, July 26, 2025
বাড়িরাজ্যবাম শ্রমিক সংগঠনের মিছিল আগরতলা শহরে

বাম শ্রমিক সংগঠনের মিছিল আগরতলা শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ডিসেম্বর :  অটো রিক্সা শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার পরিবহন দপ্তরের দারস্থ হয় ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অমল চক্রবর্তী। তিনি বলেন পরিবহন শিল্পের সাথে জড়িত শ্রমিকদের ১৪ দফা দাবি নিয়ে জনমত সংগ্রহ করার মিছিল করে ডেপুটেশন প্রদান করা হবে। কারণ ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা পরিবহন শিল্প পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। একদিকে যেমন রাজ্য সরকারের পরিবহন নীতি নেই, তেমনি কেন্দ্রীয় সরকারেরও পরিবহন নীতি নেই। পরিবহন যন্ত্রাংশ এবং পেট্রোল ডিজেল সহ ইন্সুরেন্সের মূল্য প্রতিনিয়ত লাফিয়ে বাড়ছে।

পরিবহন শ্রমিকদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। বহু শ্রমিককে পেশা থেকে সরে যাচ্ছে। তাই পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রত্যাহার করা, পরিবহন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৬০০০ টাকা করা, ৬০ বছর পর যানবাহনে কর্মরত সকল শ্রমিকদের সরকার থেকে ভাতার ব্যবস্থা ও চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা সহ একাধিক দাবি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক মারফত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, মোটর স্ট্যান্ড গুলিতে শাসক দলের দুর্বৃত্তদের রাজ চলছে। পরিবহন শ্রমিকদের বিরোধী সংগঠন করার অধিকার কেড়ে নিয়েছে। প্রতিবাদ করলে গাড়ি চালকদের লাইনচ্যুত করে দেওয়া হচ্ছে, আবার মারধোর করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!