স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : শহরে ট্রাফিক ব্যবস্থা কতটা অবনতি হচ্ছে সেটা হয়তো পথচারীরাই ভালো বলতে পারবে। নড়বড়ে ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রতিদিন শহরে ঘটছে যান দুর্ঘটনা। কখনো হচ্ছে প্রানহানি আবার কখনো পঙ্গুর হয়ে যাচ্ছে বহু মানুষ। মঙ্গলবার হারাধন সংঘ এলাকায় একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। টমটম থাকা পাঁচ জন যাত্রী আহত হয়।
আহতরা সরস্বতী সরকার, অশ্রু দেববর্মা, রূপক আচার্য, রিংকি সরকার এবং রূপসং কলই। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার জন্য বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমটি আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় টমটম চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এভাবে শহরে যান দুর্ঘটনা ঘটার পরেও ট্রাফিক কর্মীদের কুম্ভ-নিদ্রা ভাঙছে না। শুধুমাত্র ভিআইপি -রা যাতায়াত করলেই তাদের সক্রিয় ভূমিকা পার্থক্য করা যায়। সাধারণ জনগণের জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হয়তো হাসপাতাল গুলি তথ্য ঘাটলে বুঝতে পারবেন।